নিজস্ব প্রতিবেদক :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক(গ্রেড-২) হলেন শৈলকুপার কৃতি সন্তান শাহাবুদ্দিন খান (বিপিএম)। তিনি ১৯৬৪ সালের ১১ জুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হেতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঐ গ্রামের মরহুম আকবর আলী খানের ২য় পুত্র।
শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে কৃতিত্বের সাথে এস এস সি, ১৯৮৪ সালে শৈলকুপা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ তম বিসিএস এ তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কুষ্টিয়া, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী ও নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি র্যাব-১২, র্যাব- ৪ ও র্যাব-১০ এর পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চৌকস এ পুলিশ কর্মকর্তা কসোভোতে শান্তিরক্ষা মিশনে গিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।