নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবসে ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দিনাব্যাপী ‘কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক’র উদ্যোগে উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে রাবেয়া হাসপাতাল এন্ড ডায়গোনোষ্টিক সেন্টার এর পক্ষ থেকে ফ্রি রোগী দেখা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় ক্যাম্পেইনে উক্ত ক্যাম্পেইন উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পলাশ হোসেন, সদস্য বিন্দু, রাবেয়া হাসপাতালের চিকিৎসক বিন্দু প্রমুখ।
উক্ত ক্যাম্পেইনে দিনব্যাপী ২৫০ জনের অধিক ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পের সেবা সমূহ:
ফ্রি ব্লাড গ্রুপিং
ফ্রি ডায়বেটিস পরীক্ষা
ফ্রি ঔসুধ বিতরণ
ফ্রি চিকিৎসা প্রদান।
চিকিৎসা প্রদান করেন:
ডাঃ অনুদীপা রাণী (ল
এম বি বি এস, ডি এম ইউ, টি ভি এম, আর্ট্রা
বি এম ডিসি রেজি: নং এ- ৮৮৯১২)
ডাঃ জহিরুল ইসলাম(ডি এম এফ ( ঢাকা)
ডি এম ডি সি, রেজিঃ নং ডি-১৪৭৬৬৬।