জাহিদুল হক বাবু, ঝিনাইদহ :
মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদি গ্রামে টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সিও এনজিওর পৃষ্টপোষকতায় শুক্রবার সকাল থেকে বেড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
শহিদ মমিন স্মৃতি সংঘ ক্লাবের সভাপতি জহির রাইহানের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল বাসার অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তোফাজ্জেল হোসেন সহকারি নির্বাহী পরিচালক “সিও”, শওকত হোসেন সচিব হলিধানি ইউনিয়ন পরিষদ। ইউপি সদস্য শরিফুল ইসলাম।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শালিয়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৭ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৩ রান।জবাবে রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাব ৬ উইকেট হরিয়ে ৪০ রানে অলআউট হয়।শালিয়া স্পোর্টিং ক্লাব ১৩ রানে জয় লাভ করে। ম্যান ওফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ক্যাপটেন রাকিবুল ইসলাম (রিন্টু)। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।