সাইফুল ইসলাম, ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নোয়াব আলীর পিতা নূরমোহাম্মদ ফকির (৯০) চলে গেলেন না ফেরার দেশে (ইন্না-লিল্লাহি…রাজিউন)। রবিবার রাত ১ টার দিকে বার্ধক্যজনিত কারণে সাগান্না ইউনিয়নের আনান্দনগর গ্রামের বাড়ী তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। রবিবার(২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার নিজ বাড়িতে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাঃ আব্দুর রশিদ মিয়া,সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মানুন, নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন,সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, মধুহাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ প্রমূখ।
তিনি তার ছেলে-মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের রাজনৈতিক নেতারা শোকবার্তা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উক্ত জানাযার নামাজ পড়ান উত্তর নারায়নপুর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক ও উত্তর নারায়নপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।