ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল মোমিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকালে শহরের আলহেরা পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহী রাজিউন)। তিনি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ আদালত পাড়া ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শোক জানাতে তার বাসায় যান। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার বিকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ মোমিনের অকাল মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল করিম লাডলা এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আইয়ুব আহমাদুল্লাহ জীবন শোক প্রকাশ করেছেন।