শৈলবার্তা ডেস্ক :
ভারতের তামিলনাড়ুতে করোনা দেবীর দেবীর মূর্তি স্থাপন করে চলছে করোনা থেকে মুক্তির প্রার্থনা। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে দিশেহারা ভারত। কড়াকড়ি আরোপ, টিকা কর্মসূচির গতি বাড়িয়েও মিলছে না সুরাহা। এমন পরিস্থিতিতে তামিলনাড়ুতে চলছে করোনা দেবীর মন্দির বানিয়ে পূজা অর্চনা।
কোয়েম্বটুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে তৈরি হয়েছে মন্দিরটি। মন্দিরে অধিষ্ঠিত করোনা দেবীর মূর্তিটি গ্র্যানাইট পাথরের তৈরি। দেড় ফুটের প্রতিমার পরনে টকটকে লাল রঙের শাড়ি। একহাতে ধরা ত্রিশূল। দূর থেকেই প্রণাম করছেন পূণ্যার্থীরা। মন্দিরের ভেতরে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ও অন্যান্য কোভিড বিধি অত্যন্ত কড়াভাবে পালন করা হচ্ছে।