যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামে এক ভূয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া এনএসআই যশোরের বাঁকড়া এলাকার মাজারুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে এক ব্যক্তি তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এসময় এনএসআই আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। পরে কর্থাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভূয়া এনএসআই প্রমাণিত হলে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।