মহেশপুর প্রতিনিধি :
সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা বাজারে ইসলামী ব্যাংকের ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকিং শাখার স্বত্তাধিকারী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর ইসলাম ব্যাংক শাখার ব্যবস্থাপক মোশতাক আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোটচাঁদপুর ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন আব্দুল ওয়াদুদ,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মান্দারতলা বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ব্যবসায়ী রাজু আহম্মেদ, নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ, ইদ্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যাহেদ আলী, মান্দারতলা জামে মসজিদের ঈমাম মোজাম্মেল হোসেন প্রমুখ।