শৈলবার্তা ডেস্ক:
দুবাই ফেরত ঝিনাইদহের শৈলকুপায় ১ জনকে করোনা সন্দেহে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তার দেহে করোনা ভাইরাস আছে কিনা তা যাচাইয়ের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখার এ নির্দেশনা দেওয়া হয়। হোম কোয়ারান্টাইনে রাখা ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দুবাই থেকে শুক্রবার দেশে ফিরেছেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম তার বাড়িতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে। তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন তাকে নজরদারি ও চেকআপ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী হেলথ ইন্সেপেক্টর শরিফুল ইসলাম, মোস্তফা কামাল ও স্বাস্থ্য সহকারি গুলশান আক্তার।