নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব আয়োজিত বিজ্ঞান সভা, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর এস এম আবু হান্নান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন শৈলকুপা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন বাগচী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহাম্মেদ, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ আলী, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, অধ্যক্ষ মাসুদ করিম প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ সভায় অংশ গ্রহন করে।