নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭১ স্বাধীনতার যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ও উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা আগামী জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে উদ্দেশ্যে মিলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) জুম্মা নামাজের পরে মুক্তিযোদ্ধা সংসদের মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ৷
এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিত মানুষ উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান।