রানা আহম্মেদ অভি, নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহে শৈলকুপায় টানা দুইদিন বৃষ্টির কারণে দেশীয় মুরকাঁঠি পিঁয়াজের ঊর্ধ্বগতি হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার শেখপাড়া বাজারে প্রতিবেদন সংগ্রহ কালে এই তথ্য দেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সরেজমিনে জানা যায়, পিঁয়াজের দাম গত সপ্তাহে ছিলো ৭০০ থেকে ৭৫০ টাকা মণ। এই সপ্তাহে বর্তমান পেঁয়াজের মূল্য ৮৫০ থেকে ৯০০ টাকা মণ। গত সপ্তাহে ২৫ টাকা কেজিতে বিক্রি করলেও এই সপ্তাহে ৩০ টাকা বিক্রি করেছে খুচরা বিক্রেতারা।
একাধিক চাষী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টির কারণে পিঁয়াজ চাষীরা কিছুটা বেশি দামে বিক্রি করতে পারছে পিঁয়াজ। এই সপ্তাহে মণ প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দিয়ে পিঁয়াজ বিক্রি করতে পেরেছি। এই ঊর্ধ্বগতিতে আমাদের জন্য মঙ্গল। কিন্তু যাদের নতুন ফসল মাঠে তাদের জন্য হতাশা। সেগুলো পানিতে অনেক ক্ষতি হবে।
শেখপাড়া বাজারের খুচরা বিক্রেতা জীবন বলেন, এই সপ্তাহে আগের তুলনায় পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। সামনের দিনে আরও বাড়বে বলে ধারণা করা যায়। এভাবে চলতে থাকলে কৃষকের কিছুটা হলেও দাম উঠে আসবে। বাহিরের পেঁয়াজ আমদানি না করা হলে পেঁয়াজের দাম কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বাড়তে পারে।