নিজস্ব প্রতিবেদক :
“লৌকিক চেতনা আমাদের সংস্কৃতি, চেতনায় বাংলা এই হোক মুলনীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় শৈলবালা সাংস্কৃতিক পরিষদ’র ২০তম বর্ষপূর্তি উপলক্ষে-প্রতিভার অন্বেষণে সংগীত প্রতিযোগিতা-২০২১ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
শৈলবালা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালী বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা লিজা, গীতিকার ও কথা সাহিত্যিক ননী গোপাল বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খান নুন, সংগীতজ্ঞ সুনীল জোয়ার্দার, শিল্পোদ্যোক্তা বেলাল হোসেন প্রমুখ।
এছাড়া শৈলবালা সাংস্কৃতিক পরিষদ সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ‘সেরা কন্ঠ শৈলকূপা’ ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়